বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ি মহাবিদ্যালয় ও রানীপুকুর স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। সরকার নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য আহবান জানান শিক্ষার্থীরা। কিন্তু কলেজ সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের দাবি মুহুর্তেই আন্দোলনে রুপ নেয়। শঠিবাড়ি কলেজের শিক্ষার্থীরা ইউএনও অফিসে বিক্ষোভ করেন এবং রানীপুকুর স্কুল এ্যান্ড কলেজ ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে সরকার নির্ধারিত ফি আদায়ের দাবিতে স্মারকলিপি দেন শিক্ষাথীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। আমরা দরিদ্র ঘরের সন্তান। টাকা দিতে না পারায়, পরিবার আমাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। আমরা অতিরিক্ত ফি দেব না। এজন্য প্রতিবাদ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল বলেন, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করার কথা নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, শিক্ষার্থীদে দাবি প্রেক্ষিতে মাসিক বেতন কমিয়ে দেওয়া হয়েছে। সরকারী নির্ধারিত ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।