রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে গণইফতার। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইফতার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইফতার শেষে সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়, মতাদর্শিক দূরত্ব ফেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, আলাপ করছেন। রাজনৈতিক অঙ্গণে এমন সম্প্রীতি দেখে সংগঠন দুটির নেতাকর্মীর প্রশংসা করেছেন অনেকে।
ইফতারের শেষে হাফেজে কোরআনদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে দুই সংগঠনের নেতাকর্মীদের।