শিরোনাম
রংপুরের তারাগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক কারাগারে পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা! বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেফতার রংপুরে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার ফলের বাজার নিয়ন্ত্রণে কমলা, আপেল, নাশপাতি ও আঙ্গুরে কর হ্রাস আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সারা দেশে ৫ শিশুকে ধর্ষণ, চার শিশুকে ধর্ষণচেষ্টা ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ফলের বাজার নিয়ন্ত্রণে কমলা, আপেল, নাশপাতি ও আঙ্গুরে কর হ্রাস

ডেস্ক নিউজ / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আমদানি করা ফল বিলাসী পণ্য নয়, অত্যাবশ্যকীয় পণ্য এমন বিবেচেনায় নিয়ে ফলের বাজার স্থিতিশীল এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে উৎসে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রমজান মাসের মাঝামাঝিতে এসে কমলা, আপেল, নাশপাতি, আঙ্গুর ও লেবু জাতীয় তাজা বা শুকনো ফল আমদানিতে উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে প্রতিষ্ঠানটি। গত ১৩ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে বলে রোববার (১৬ মার্চ) এনবিআর সূত্র নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, বিলাসী পণ্য বিবেচনা করে আমদানি করা ফলে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করা হয়েছিল। তবে রমজানে ফলের বাজার স্থিতিশীল এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখার বিবেচনায় তাজা ফল আমদানিতে বাড়তি শুল্ক-কর প্রত্যাহারে সুপারিশ করেছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। প্রতিষ্ঠানটি অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে তাজা ফল আমদানিতে বাড়তি শুল্ক ও অগ্রিম কর (এটি) প্রত্যাহার এবং অগ্রিম আয়কর (এআইটি) কামানোর সুপারিশ করে।

ট্যারিফ কমিশনের চিঠিতে রমজানে খেজুরসহ অন্যান্য তাজা ফল যৌক্তিক মূল্যে ভোক্তাগণের কাছে পৌঁছানোর জন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ট্রাক অথবা ভ্যানে করে যৌক্তিক মূল্যে বিক্রির ব্যবস্থা করার সুপারিশও ছিল।

এর আগে ২০২২ সালের মে মাসে কোভিড পরবর্তী সময় অর্থনীতি পুনরুদ্ধার ও রিজার্ভের চাপ সামাল দিতে প্রায় ১৩৫টি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক শূণ্য ও তিন শতাংশ থেকে একবারে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। সে তালিকার বড় অংশই ছিল আমদানি করা ফল।

বর্তমানে রাজধানীর অধিকাংশ বাজারে প্রতি কেজি মাল্টা ২৮০-৩১০ টাকা, কমলা ২৯০-৩০০ টাকা, চায়না (মোটা) কমলা ৩০০-৩২০ টাকা হিসাবে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপেল বিক্রি হচ্ছে ৩১০-৩৫০ টাকা কেজি দরে, নাশপতি ৩১০-৩৪০ টাকা এবং আঙ্গুরও তিন’শ টাকার ওপরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ