রংপুরের পীরগাছায় এক কৃষকের রোপনকৃত আলু জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিলে উত্তোলনকৃত আলু ফেলেই পালিয়ে যায় উত্তোলনকারীরা। এ ঘটনায় পীরগাছায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী কৃষক জালাল উদ্দিন।
অভিযোগে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ (ডারারপাড়) গ্রামের কৃষক জালাল উদ্দিনের সাথে ছেলে আব্দুল্লাহ আল সীমান্ত ও স্ত্রী রেহেনা আক্তার লিজার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিলো। তখন থেকেই জালাল উদ্দিন আলাদা বসবাস করতে থাকেন। এসব নিয়ে পিতা-পুত্রে একাধিক শালিস-বৈঠক করা হলেও কোন সমাধান হয়নি। উল্টো ছেলে ও স্ত্রী মিলে জালাল উদ্দিনকে বিভিন্ন হুমকি-ধামকি ও জীবন নাশের চেষ্টা করেন।
ঘটনার দিন গতকাল সোমবার সকালে জালাল উদ্দিন জানতে পারেন তার রোপনকৃত জমি থেকে আলু তোলা হচ্ছে। পরে তিনি আলু তোলায় বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দেন ছেলে আব্দুল্লাহ আল সীমান্ত। এ নিয়ে তিনি তাৎক্ষনিক পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আলু ফেলে পালিয়ে যান উত্তোলনকারীরা। পুলিশ আলু তোলা বাধা দিয়ে থানার আসার জন্য বলেন। ঘটনাস্থলে থাকা জালাল উদ্দিনের আব্দুল্লাহ আল সীমান্ত বলেন, জমি আমার বাবার। আমাদের কোন ভরন-পোষন দেয় না। তাই আলু তুলছি।
কৃষক জালাল উদ্দিন বলেন, তারা আমাকে বাবা বলে স্বীকার করে না। আর ছেলে এখন স্বাবালক হয়েছে। পেশি শক্তি দেখিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমাকে না বলে তারা আলু তুলে বিক্রির চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর ছেলে আমাকে আবারো হুমকি দিয়েছে। আমার দোকান ভাংচুর করে টাকা পয়সা লুট করবে।
এ বিষয়ে পীরগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।