নীলফামারীতে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া দুই কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এসব ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ।