দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুইটি অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, শুক্রবার ডিএনসির উপ-পরিদর্শক মো. মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর ও বিরল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালায়।
সকাল সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার ঘুগড়াতলী বাজার হতে তল্লাশি চালিয়ে ইজিবাইকে করে মো. রুস্তম আলীকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
অপর অভিযানে চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় এর সামনে একটি ইজিবাইকে করে মো. মিশুম রানা ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃতদের বাড়ি বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের জগৎপুর ডাঙ্গাপাড়া গ্রামে।
এ বিষয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সারণির ১৪ (গ) ধারায় পৃথক দুইটি নিয়মিত মামলা করা হয়েছে।