দিনাজপুরের বোচাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের হাজীপাড়া নামকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে আল মদিনা বেকারীর মালিক সুরুজ্জামান কে ১৫ হাজার টাকা এবং রুচিতা বেকারীর মালিক জসিম রেজা কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই বেকারিকে জরিমানা করা হয়। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধ পাওয়া যায়।জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।