শিরোনাম
রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন প্রশাসন গাইবান্ধার পলাশবাড়ী‌তে পুকুরে বিষ, দুই লাখ টাকার মাছ নিধন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ ট্রেনে ঈদ যাত্রা : ২৫ মার্চের টিকিট মিলছে আজ আজ ২ কোটি ২৬ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুরে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট; ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুইটহার্ট লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম।

গত রোববার (২ মার্চ) রাত ৯ টার দিকে বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে আটক করা হয় বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।নাবিল হোসেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য। তাকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আনুমানিক ৫টার দিকে নাবিল হোসেন তার ফেইসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে সুইটহার্ট লেখা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেইসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। সে লিখেছিল “তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করবো”। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। আজ সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ