Oplus_131072
উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৮ নভেম্বর তিনি লন্ডন যাবেন বলে জানা যায়। এ সফরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক, নার্সসহ আত্মীয়-স্বজনও সঙ্গে থাকবেন বলে জানা।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা সহায়তায় প্রয়োজনীয় সহযোগিতা এবং তদারকি করছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গতকাল উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।