সম্প্রতি রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। রাস্তা, পাড়া-মহল্লায় অস্ত্র ঠেকিয়ে, গুলি করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর যৌথ বাহিনী। বিভিন্ন স্থানে টহল ও চেকপোস্ট বাড়িয়ে জোরদার করা হয় তল্লাশি।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী।
এসময় ডিএমপির কমিশনার বলেন, অপরাধ দমনে রাজধানীতে ৬৫টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এসময়, চুরি-ছিনতাই বন্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি।
মো.সাজ্জাত আলী বলেন, অপরাধ হলে আশপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছেন। আমি অনুরোধ করবো আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। একটা লোক বিপদগ্রস্ত হলে সবাই এগিয়ে যাই।
এদিকে দেশের পরিস্থিতি খারাপ করার পিছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।