শিরোনাম
দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার রংপুরে মামলা থেকে নাম সরাতে ব্যবসায়ী মারফত ঘুষ দাবি পুলিশ কর্মকর্তার, বাদীকে থানাতেই মারধর জাতিসংঘ মহাসচিবের কাছে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারীর মাঝে সেলাই মিশিন বিতরণ ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শোভনের পিতা গ্রেফতার
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ফি‌লিং স্টেশ‌নের পা‌শেই অ‌বৈধ মি‌নি পাম্প, ঝুঁ‌কি‌তে জনজীবন

ডেস্ক নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে পাম্পের পাশেই গড়ে উঠেছে অবৈধ মিনি পাম্প। নিয়মনী‌তির তোয়াক্কা না ক‌রেই ফি‌লিং স্টেশ‌নের ম‌তো ডিস‌পেনসার মে‌শিন ব‌সি‌য়ে অ‌বৈধভা‌বে তেল বি‌ক্রি করায় এক‌দি‌কে যেমন ঝুঁ‌কি বে‌ড়ে‌ছে অন‌্যদি‌কে স‌ঠিক মিটার না থাকায় মানুষজন প্রতা‌রিত হ‌চ্ছেন।

‌কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন ছাড়াই ফিলিং স্টেশনের পা‌শেই অ‌বৈধভাবে গ‌ড়ে ওঠা মি‌নি পাম্প‌টি বন্ধ ক‌রে দি‌লেও আইনের তোয়াক্কা না ক‌রেই দেদার‌ছে চল‌ছে পেট্টল, অক‌টেন ও ডি‌জেল বি‌ক্রি। ফ‌লে নিম্নমা‌নের তেল যানবাহ‌নে ব‌্যবহা‌রের কার‌ণে ইঞ্জি‌নের স্থায়‌ীত্ব নস্ট হ‌য়ে যা‌চ্ছে।

জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে উপজেলার মাটিকাটার মো‌ড়ের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধ‌রে তেল সরবরাহ ক‌রে আস‌লেও এর প্রায় ১০০ মিটা‌রের ভেত‌রে গ‌ড়ে উঠে‌ছে মেসার্স সোহেল অ‌্যান্ড ব্রাদার্স নামে একটি মি‌নি পাম্প।

দীর্ঘ‌দিন ধ‌রে অ‌বৈধভা‌বে তেল বি‌ক্রির অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে গত ২৩ সা‌লের ২০ ন‌ভেম্বর যমুনা, পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম লিমি‌টি‌ডের দায়িত্বরত কর্মকর্তারা তদন্তপূর্বক অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিচালনাকারী মেসার্স সোহেল অ‌্যান্ড ব্রাদার্সের বিরু‌দ্ধে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর আইনি ব‌্যবস্থা গ্রহ‌ণের সুপা‌রিশ ক‌রেন। প‌রে ২৪ সা‌লের ২৫ জানুয়া‌রি কু‌ড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামরুল হাসান স‌রেজ‌মিন তদন্ত ক‌রে ‘বৈধ কাগজপত্র না থাকায় খোলা স্থানে স্থানীয়ভাবে ইলেকট্রিক মোটর ও নজেলের সাহায্যে জ্বালানি তেল সরবরাহ করে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’ এমন মন্তব্য করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতি‌বেদন জমা দেন। প্রতি‌বেদন হা‌তে পাওয়ার পর ওই বছ‌রের ৩১ মার্চ জেলা প্রশাস‌কের প‌ক্ষে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার স্বাক্ষ‌রিত মেসার্স সোহেল অ‌্যান্ড ব্রাদার্সকে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় কার্যক্রম ব‌ন্ধের নির্দেশ দেন। কিন্ত এসব নি‌ষেধাজ্ঞা উপেক্ষা ক‌রেই ফি‌লিং স্টেশ‌নের পা‌শে মিনি পাম্প‌টি ডিস‌পেনসার মে‌শিন ছাড়া কু‌পি, চোঙা ও ড্রা‌মে ক‌রে তেল বি‌ক্রি ক‌রে আস‌লেও প্রয়োজনীয় ব‌্যবস্থা না নেওয়ায় প্রশাস‌নের ভূ‌মিকা নি‌য়ে প্রশ্ন উঠে‌ছে।

মেসার্স সোহেল অ‌্যান্ড ব্রাদার্সের স্বত্ত্বা‌ধিকারী সা‌মিউল আলম সো‌হেল ব‌লেন, জেলা প্রশাস‌কের কার্যাল‌য় থে‌কে তেল‌ বি‌ক্রির (এনও‌সি) অনু‌মোদন র‌য়ে‌ছে। সম্পূর্ণ বৈধভা‌বে তেল বি‌ক্রি করা হ‌চ্ছে ব‌লে দা‌বি এই ব‌্যবসায়ীর।

মেসার্স সাগর ফিলিং স্টেশন স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মাহফুজার রহমান বলেন, ২০০৭ সাল থে‌কে আমার পাম্প‌টি প‌রিচা‌লিত হ‌য়ে‌ আস‌ছে। হঠাৎ ক‌য়েক বছর ধ‌রে নীয়মনী‌তি না মে‌নেই সোহেল অ‌্যান্ড ব্রাদার্স পাম্প ঘে‌ষে অবা‌ধে মেশিন, কুপি ও চোঙা দিয়ে দেদারছে জ্বালানি তেল মজুত ও বি‌ক্রি ক‌রে আস‌ছে। যা সম্পূর্ণ বেআইনি।

যমুনা অ‌য়েল কোম্পা‌নি লি‌মি‌টে‌ডের সহকারী মহাব‌্যবস্থাপক জ‌সীম উদ্দিন ব‌লেন, মহাসড়‌কের পা‌শে তেল বি‌ক্রি ও মজুত করা সম্পূর্ণ অ‌বৈধ। এর আগে মেসার্স সোহেল অ‌্যান্ড ব্রাদার্সকে তেল বি‌ক্রি থে‌কে বিরত থাকার জন‌্য জেলা প্রশাসক বরাবর সুপা‌রিশ করা হ‌লে সে‌টি বন্ধ ক‌রে দেওয়া হয়। কিন্তু আবার তি‌নি নিয়মনী‌তি না মে‌নে তেল বি‌ক্রি ক‌রে আস‌ছেন। অ‌বৈধভা‌বে তেল বি‌ক্রি বন্ধ কর‌তে গত সপ্তা‌হে আবা‌রো পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পা‌নি স‌ম্মি‌লিতভা‌বে জেলা প্রশাসক‌কে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রা হ‌লে তা‌র বক্তব‌্য পাওয়া সম্ভব হয়‌নি। ত‌বে চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার ব‌লেন, এ বিষ‌য়ে স‌রেজ‌মিন তদন্ত ক‌রে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ