কুড়িগ্রামের রৌমারীতে পণ্য দেয়ার নামে দু:স্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে রোজিনা খাতুন (৪২) নামে এক নারী প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে ওই নারী প্রতারক আসামীকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে রোজিনা নামের নারী প্রতারককে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম খান।
আটক প্রতারক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্লোবাল হিউম্যান রাইটস নামে এক এনজিও পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দু:স্থ ও অসহায় নারী-পুরুষদের কাছ থেকে পণ্য দেয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩০০ করে টাকা আদায় করেন রোজিনা নামের নারী প্রতারক।
এসময় কয়েক জন সচেতন ব্যক্তি সদস্য ভর্তির টাকা তোলার বিষয় জানার চেষ্টা করলে রোজিনা নামের ওই নারী তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন।
পরে এনজিও’র পরিচয়পত্র এবং টাকা তোলার বিষয়ে কোন কাগজপত্র না থাকায় এবং গ্রামের দু:স্থ ও অসহায় মানুষজনের কাছ থেকে প্রতারণা করে টাকা তোলায় নারী প্রতারককে আটক করে জরুরী সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নারী প্রতারককে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় রৌমারী থানায় ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।
এসআই আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে ওই নারীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে রোজিনা নামের ওই নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।