কুড়িগ্রামের রৌমারীতে ইসলাম উদ্দিন নামের এক দোকান কর্মচারীকে অপহরণ করে সাড়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেন ইসলাম উদ্দিনের বাবা।
অপহৃত মো. ইসলাম উদ্দিন উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের মো. আকবর আলীর ছেলে। তিনি রৌমারী বাজারের কদম আলীর হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। পরিবার জানায়, ইসলাম উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি সকালে ওই দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
ভুক্তভোগীর বাবা আকবর আলী জানান, অপহরণকারীরা কয়েক দফায় একটি ফোন নম্বর দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর সন্তানকে নির্যাতন এবং মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। অপহরণকারীরা ফোন দিয়ে বলে, টাকা দ্রুত দিবেন কি না। পুলিশসহ কাউকে জানালে তাঁর মৃত দেহ পাঠিয়ে দেব বলে হুমকি দেয়।
এ বিষয়ে রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।’ বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।